

রুবেল মিয়া
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে বুধবার ২৯ অক্টোবর রাতে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলমের এক বিশাল জনসভা আয়োজন করছে ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি । এই জনসভায় কালীগঞ্জ উপজেলা থেকে কয়েক হাজার মোটরসাইকেল বহর নিয়ে ভেলাবাড়ী জনসভায় যোগদান করেছেন কালীগঞ্জ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কালিগঞ্জ ও আদিতমারী আসনের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম বলেন, যে হকদার তারা হক আদায় করতে হবে। কিন্তু কিছু মানুষ আছে সুবিধা নেওয়ার জন্য আসে। তাদের আমি একটাই অনুরোধ করবো যেখানে আদিতমারী ও কালীগঞ্জের মানুষ সুবিধায় থাকবে সেখানেই বিএনপি’র গ্যারান্টি থাকবে। তিনি তার বক্তব্যে আরও বলেন, আমাদের উত্তরবঙ্গের লৌহ মানব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক এখানকার মানুষ কি চায়। যদি তৃণমূলকে মূল্যায়ন করেন তাহলে এই ভেলাবাড়ী সে খোঁজখবর নেন ভেলাবাড়ীর মানুষ কি চায়। এবার আমাদের তৃণমূলের মতামত নিয়ে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমরা এই আসন উপহার দিতে পারবো। প্রধান বক্তা হিসাবে আদিতমারী উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রমাণিক বলেন, আজকের এই জনসভায় প্রমাণ করে উনি একজন উপযুক্ত ব্যক্তি ধানের শীষ পাওয়ার জন্য। এছাড়াও আদিতমারী উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। দীর্ঘদিন থেকে এই আসনে বিএনপির কোনো সংসদ সদস্য নেই বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। এছাড়াও কালীগঞ্জ উপজেলা থেকে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরতি মেহেরবান মিঠু, কালিগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম তানবীর সাবু,দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবল হোসেন সহ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানের নেতাকর্মীরা।