

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)এম সাখাওয়াত হোসেন বরিশাল মহানগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।জানা গেছে,১৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে এ মহানগরের নানা এলাকা পরিদর্শন শেষে তিনি সার্কিট হাউসে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় জানিয়েছেন, ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেনের মহাসড়ক নির্মাণ করা হবে। ইতোমধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার একটি অংশ সম্পন্ন হয়েছে, বাকিগুলো ধাপে ধাপে শেষ করা হবে। এসময় বরিশাল বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।