

সোহেল সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদাদতা:-
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাস্থ কালাইশ্রী পাড়ায় সিটি ব্যাংক পিএলসির এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
সিটি ব্যাংক পিএলসির ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোহাম্মদ শামীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ব্যাংক
পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ ইব্রাহিম ফরাজী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এভিপি ও রিজিওনাল হেড মীর আবু সায়েম। বিশেষ অতিথি ছিলেন চন্দননাগ হেড অব চ্যানেল সিটি ব্যাংক পিএলসি, সদর উপজেলা সমবায় অফিসার আজিজুল হক।
উক্ত অনুষ্ঠানকে সর্বাত্বক সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান মেসার্স রাধামোহন ট্রেডার্সের স্বত্তাধিকারী অনুপম ঋষি ও সিটি ব্যাংক পিএলসি এজেন্ট আউটলেট কালাইশ্রী পাড়ার পরিচালক অর্পণ ঋষি।
এ সময় আমাদের হেড অফ চ্যানেল ডেভেলপমেন্ট, সিটি ব্যাংক পি এল সি (এজেন্ট ব্যাংক), শ্রী চন্দন নাগ বলেন- সিটি ব্যাংক পিএলসি প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত জনগণপর মাঝে আর্থিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া এজেন্ট আউটলেট সেই লক্ষ্য নিয়ে কাজ করবে। জনগনকে উদ্দেশ্য করে তিনি বলেন- আপনারা সবাই ডিজিটাল লেন-দেনের লক্ষ্যে এখানে একাউন্ট করতে পারেন। আপনাদের টাকা এখানে সম্পূর্ণ নিরাপদ থাকবে।