

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা :ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা বীজ প্রত্যয়ন অফিস কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমে বসত বাড়িতে চাষ যোগ্য শীতকালীন সবজির বীজ ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় ১২০ জন কৃষকের মাঝে উফসী জাতের সবজির বীজ ও ২শ ৩০ জন কৃষকের মাঝে ১০ কেজি করে ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম।