

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির কর্মসূচি স্থগিত করে নিয়াজ মোহাম্মদ আহত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজ এতে বলা হয় পরবর্তী অনুষ্ঠান এবং কর্মসূচী ৯ আগস্ট ২০২৫ এ নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ হতে কর্মসূচি মিছিল সিদ্ধান্ত হয়।
নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সাইন্স ল্যাবরেটরিতে বিজ্ঞান মেলায় প্রজেক্ট উপস্থাপনার প্রস্তুতি নেয়ার সময় বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্কগ্রস্থ ছাত্র ছাত্রীদের হুড়াহুড়ি করে বের হওয়ার সময় অসংখ্য ছাত্র ছাত্রী আহত হয়। তাদের সুচিকিৎসার জন্য জেলা বিএনপি ও সহযোগী সংগঠন সমূহ তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে তাদের পাশে গিয়ে দাঁড়ায়।। এখানে উল্লেখ্য যে স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অদ্য বিকাল ৩ ঘটিকায় নিয়াজ মোঃ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যে বিজয় মিছিলটি বের হওয়ার কথা ছিল, উদ্ভূত পরিস্থিতিকে সর্বোচ্চ বিবেচনায় রেখে আহত কোমলমতি ছাত্র-ছাত্রীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে, কেন্দ্রীয় বিএনপির পরামর্শ মোতাবেক আজকের এই অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হলো। আগামী শনিবার ০৯/০৮/২৫ ইং বিকেল তিন ঘটিকায় একই স্থান থেকে মিছিলটি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।