

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গণেশ্বরী ঢেকনী নদীর ওপর নড়বড়ে কাঠের সেতু সংস্কার হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ২১টি গ্রামে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ওই সেতুর উদ্বোধন করেছে স্কুল মাদরাসার শিশু শিক্ষার্থীরা। এসময় আশপাশের স্কুল-মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন৷
জানা গেছে, কলমাকান্দার তিনটি ইউনিয়নের মানুষ গণেশ্বরী নদীর ওপর দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ পারাপার করে। কিন্তু নড়বড়ে সেতু থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল এলাকার স্থানীয়রা। অবশেষে সাত ফুট চওড়া ও ১৬৫ ফুট লম্বা এই সেতুর সংস্কারের উদ্যোগ নেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। নতুন করে সেতু সংস্কারে যাতায়াত সহজ হয়েছে লেংগুড়া, নাজিরপুর এবং খারনৈ তিনটি ইউনিয়নের।নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুপুতী ঘাগ্রা বলেন, সেতুটি একসময় নড়বড়ে অবস্থা ছিল। সম্প্রতি সেতুটি সংস্কার হয়েছে। এতে আমাদের ছোট শিক্ষার্থীরা নির্ভয়ে চলাচল করতে পারবে।