

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের চরশেখর গ্রামে বিষধর সাপের কামড়ে তাসলিমা (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তাসলিমার এক ছেলে এক মেয়ে।
এলাকা সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চরশেখর গ্রামের আনসার শেখের স্ত্রী তাসলিমা বেগম মুরগির খোপে মুরগি উঠেছে কিনা দেখতে গেলে খোপের ভিতর থেকে সাপে কামড় দেয়। তাকে তাৎক্ষণিক বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে ফরিদপুর নেওয়ার পথে পথের মধ্যেই মারা যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, সোমবার সন্ধ্যার পর সাপে কাটা একটি রোগীকে নিয়ে আসছিল। পরীক্ষা-নিরীক্ষার পর যখন বুঝতে পেরেছি বিষধর সাপে কামড়িয়েছে। তখন ভ্যাকসিন দিতে যাব রোগীর লোকজন ভ্যাকসিন না দিয়ে ফরিদপুর নিয়ে গেছে।
মঙ্গলবার বাদ জোহর বাড়িতে নামাজে জানাযা শেষে শেখর কবরস্থানে তাসলিমা বেগমের লাশ দাফন করা হয়