
আব্দুল্লাহ আল মামুন রনী,প্রতিনিধি বোয়ালমারী (ফরিদপুর) :
ফরিদপুরের বোয়ালমারীতে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে দুটি হনুমান।সারাদিনই দেখা যাচ্ছে বোয়ালমারী বাজার,ঠাকুরপুর,সরকারী কলেজরোড এর বিভিন্ন লোকেশনে বসে আড্ডা দিচ্ছে,কখনও খাবার কেড়ে খাচ্ছে কখনওবা মানুষের দেওয়া খাবার খাচ্ছে।কখনো দোকানের পাশে কখনো বাড়ির উঠানে নেড়ে রাখা খাদ্যশস্য খাচ্ছে।
পৌরসদরের আধারকোঠা নিবাসী তোরা সাহা জানান- বাসার উঠানে আচার রোদে দেওয়া ছিল,হঠাৎ দুটি হনুমান এসে খেয়ে ফেলতে দেখি।তাকে নিবৃত করতে গেলে আমাকে ধাওয়া করে।বাইরে খাবার জাতীয় কিছু রাখলেই খেয়ে ফেলছে।
ঠাকুরপুর ব্রীজের পাশে দেখা যায় স্কুল শিক্ষক অসীত কুমার গুহ বিভিন্নপ্রকার খাবার কিনে হনুমানকে খেতে অনুরোধ করছেন।তার ভক্তির কারন হিসাবে বলেন-হনুমান ভগবান শ্রী রামকৃষ্ণ এর সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিলেন এবং পুরাণ মতে ত্রেতাযুগে হনুমান রুপে ভগবান শ্রী রামচন্দ্রের চরন সেবা করেন।লঙ্কা বিজয়ে বীর হনুমান ও তার বানর বাহিনী গুরুত্বপুর্ন ভুমিকা পালন করেন।
স্থানীয়দের ভাষ্য, হনুমান দুটি বেশ কয়েকদিন ধরে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে।গাছের ডালে লাফালাফি করার পাশাপাশি কখনো মানুষের হাতের খাবারও কেড়ে নিচ্ছে তারা।এতে অনেকেই আতঙ্কিত হলেও কেউ কেউ আবার ফল আর খাবার দিয়ে হনুমান দুটিকে আপ্যায়ন করাচ্ছেন।
প্রানীবিদরা মনে করছেন,বনাঞ্চলে পর্যাপ্ত খাবারের অভাবই তাদের লোকালয়ে আসার মুল কারন।পরিবেশ রক্ষার পাশাপাশি এদের নিরাপত্তা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া দরকার বলে তারা মত দিয়েছেন।