

আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বোয়ালমারী উপজেলার চারটি প্রধান কলেজে পাশের হার ও জিপিএ ফাইভ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন,খাতা মূল্যায়নে পরিক্ষক কতৃক অতিরঞ্জিত মার্কিং পদ্ধতি বাদ দেওয়া,কেন্দ্র কমিয়ে আনা,নিজকেন্দ্রে পরীক্ষা দিতে না পারা প্রধান কারন।সারাদেশের ন্যায় বোয়ালমারীতেও ফল বিপর্যয় হয়েছে
বিশেষ করে বোয়ালমারী সরকারি কলেজ, খরসুতি সরকারি কলেজে এবং কাদিরদি ডিগ্রি কলেজের ফলাফল হতাশাজনক।বোয়ালমারী সরকারি কলেজে ২০২৪ সালে ৩৯.৭% পাশের হার ছিল, ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ২৫.৭৮%-এ। জিপিএ ফাইভ প্রাপ্তির সংখ্যা পুরোপুরি শূন্য।
কলেজভিত্তিক ফলাফল ও বিশ্লেষণ খরসুতি সরকারি কলেজ মোট পরীক্ষার্থী ৮৩জন যার মধ্যে৫৭ জন ছেলে, ২৬জন মেয়ে।পাশের হার: ৩৮.৫৫% যা ২০২৪ সালে ছিল ৭৯.১৭%,জিপিএ ৫ পেয়েছে ১জন যা ২০২৪ সালে ছিল ৫জন।
এবছর পাস শিক্ষার্থী ৩২জন যার মধ্যে ২০জন ছেলে, ১২ জন মেয়ে।
কাজি সিরাজুল ইসলাম মহিলা কলেজ এ এবছর মোট পরীক্ষার্থী ছিল ২৮৭জন।পাস করেছে ১৭৯জন।পাশের হার ৬২.৩৭% যা ২০২৪ সালে ছিল ৮০.১৪%।জিপিএ ৫ পেয়েছে ৫ জন।যা ২০২৪ সালে ছিল ১১জন।কলেজে বিএম শাখায় পাশের হার ৮৪% এবং জিপিএ ৫ পেয়েছে ১৬ জন।ফলাফলে এই কলেজ উপজেলায় সেরা হয়েছে।কাদিরদি ডিগ্রি কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৩৯৬জন, যারমধ্যে ২৪৪ ছেলে এবং ১৪৬ মেয়ে।মোট পাস করেছে ১৭১ জন শিক্ষার্থী যারমধ্যে ৯২ জন ছেলে, ৭৯জন মেয়ে।এবছর পাশের হার ৪৩.৮৫% যা ২০২৪ সালে ছিল ৯০.২%।জিপিএ ৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী যা ২০২৪ সালে ছিল ৮জন।
বোয়ালমারী সরকারি কলেজে মোট পরীক্ষার্থী ছিল ১২৮জন যারমধ্যে ৭৬ জন ছেলে, ৫২ জন মেয়ে।পাস করেছে মোট ৩৩জন যার মধ্যে ১৮ জন ছেলে ও ১৫জন মেয়ে। এবছর পাশের হার ২৫.৭৮% যা ২০২৪ সালে ছিল ৩৯.৭%।২০২৪ সালের ন্যায় এবছরও কেউ জিপিএ ৫ পায়নি।এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ বলেন- শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শিক্ষার গুনগত মানের উন্নতির ক্ষেত্রে প্রশাসন আপসহীন।ভবিষ্যতে সকলের প্রচেষ্টায় শিক্ষার মান বাড়বে পাশাপাশি পাশের হার ও বাড়বে।