

বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি:ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামি ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি ব্যাংক বোয়ালমারী শাখা গ্রাহক ফোরামের সভাপতি কৃষিবিদ মাতিনুর রহমানের সভাপতিত্বে সোমবার (৬অক্টোবর) উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তাস্থ ইসলামি ব্যাংক বোয়ালমারী শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী চাকুরী প্রাত্যাশী পরিষদ অংশ গ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামি ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বানসহ ৪ দফা দাবি জানান তারা।এতে বক্তব্য রাখেন ব্যাংকটির গ্রাহক ও পৌর জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ নিয়ামুল হাসান, পৌর সেক্রেটারি মাওলানা হাফেজ সাজ্জাদ আলী, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কোরবান আলী, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি কৃষিবিদ মাতিনুর রহমান মিয়া, সামাজিক সংগঠন ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান,বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের সদস্য ইমরান হুসাইন, আব্দুর রাজ্জাক, ওহিদুজ্জামান আলমগীর হোসেন প্রমুখ ।বক্তারা অভিযোগ করেন, এস আলম ইসলামি ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে চট্টগ্রাম পটিয়ার লোকজনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যে কারণে ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে,এসব নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, পেশাদার সেবা দিতে অক্ষম। বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারাদেশে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। এ ছাড়া এসআলম গ্রুপ কর্তৃক বিদেশে পাচার কৃত টাকা ফিরিয়ে আনা ও সরকার কর্তৃক গ্রুপটির জব্দকৃত সম্পদের মাধ্যমে গ্রহকদের দায়-দেনা সমন্বয়ের দাবি জানান তারা।