

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাটে অবস্থিত হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ক্যাম্পাসে কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এবং ঠাকুরগাঁও ডায়বেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সহযোগিতায় সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। উক্ত চক্ষু ক্যাম্পে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার ও টিমের সহযোগিতায় রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ডায়বেটিকস পরীক্ষা করা হয়। ঠাকুরগাঁও ডায়াবেটিকস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল হতে এ ক্যাম্পের সার্বিক দায়িত্ব পরিচালনা করেন মো. আজাদ আলী। উক্ত ক্যাম্পে চক্ষু রোগী দেখেন ডা. মো. রফিকুল ইসলাম এমবিবিএস সিসিডি (বারডেম) পিজিটি (চক্ষু) মেডিকেল অফিসার (চক্ষু বিভাগ) ঠাকুরগাঁও ডায়বেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতাল। চক্ষু ক্যাম্পের আয়োজকের পক্ষ থেকে সার্বিক বিষয় পরিচালনা করেন মোছা. মালেকা বেগম। উক্ত ক্যাম্পের মোট রোগীর সংখ্যা ছিল প্রায় ২০০ জন। এদের মধ্যে চোখে সানি পড়া রোগীর সংখ্যা ৫০জন। উক্ত চোখের সানি পড়া রোগীদের ঠাকুরগাঁও ডায়বেটিক ও স্বাস্থ্যসেব হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন করে নতুন লেন্স সংযোজন করা হবে।