

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় সাকোয়া বাজারে ৬ লেন সড়ক নির্মাণের কারণে শত শত ব্যবসা প্রতিষ্ঠান ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে।
এতে হাজারো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাকোয়া বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ী ্ও সকল জনগণের ব্যানারে মহাসড়কের পাশে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার এলাকায় এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, ব্যবসায়ী রাকিবুল ইসলাম, আক্তারুল, মনিরুজ্জামান, মো. আজম, আবুল কালাম আজাদ, মকছেদুল ইসলামসহ অনেকে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সরকার দেবীগঞ্জ-বোদা সড়কটি ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে, যা অবশ্যই প্রশংসনীয়। তবে উন্নয়নের নামে ব্যবসায়ীদের পথে বসানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র সাকোয়া মধ্যবাজারেই দুই শতাধিক দোকানপাট রয়েছে, যেখানে কাপড়, মাছসহ বিভিন্ন পণ্যের ব্যবসা হয়। এসব দোকানের সঙ্গে হাজারো কর্মচারীর কর্মসংস্থান জড়িয়ে আছে। পরিবার-পরিজন মিলিয়ে অন্তত ৫ হাজার মানুষের জীবিকা এই বাজারের ওপর নির্ভরশীল। সড়ক সম্প্রসারণের নামে এসব দোকান ভেঙে দিলে ব্যবসায়ী ও কর্মচারীরা নিঃস্ব হয়ে পড়বেন।
ব্যবসায়ীরা দাবি জানান, সাকোয়া বাজারের যেকোনো পাশে বাইপাস সড়ক নির্মাণের মাধ্যমে ছয় লেন সড়ক বাস্তবায়ন করা হোক। এতে ব্যবসায়ী বা সাধারণ মানুষের ক্ষতি ছাড়াই সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে এগিয়ে যাবে।