

স্টাফ রিপোর্টার: বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীই একমাত্র বিকল্প শক্তি বলে মন্তব্য করেছেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে জামায়াতকে ক্ষমতায় আনা জরুরি, তাহলেই জনগণ নিরাপদ ও শান্তিতে থাকবে।
সোমবার (২৭ অক্টোবর) বাঘারপাড়া উপজেলা জামায়াতের ৬নং দোহাকুলা ইউনিয়নে আয়োজিত একাধিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা গ্রামে বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া এই বৈঠক পরবর্তীতে গলগলিয়া, চেচুয়াখোলা, এবং তালবাড়ীয়া এলাকায় অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম। ৬নং দোহাকুলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আক্তারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।বক্তারা বলেন, জামায়াতে ইসলামী জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং দেশের সামগ্রিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছাতে এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।