

নিজস্ব প্রতিবেদক, সকালের খবর
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কিশোর মারওয়ান হোসেন বিজয়কে তিন শতাধিকবার কুপিয়ে হত্যা করার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ১নং প্রধান আসামী মাহবুব রহমান রুবেলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১), সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের সদস্যরা।
বুধবার দুপুর আনুমানিক আড়াইটা দিকে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ ঘাটলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. জিয়াউল হক।
র্যাব জানায়, মাহবুব রহমান রুবেল হাজীপুর ইউনিয়নের নকু বেপারী বাড়ির শাহ আলমের ছেলে। তিনি আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত ৯টার দিকে একলাশপুর ইউনিয়নের কল্লা মার্কেট এলাকায় কিশোর মারওয়ান হোসেন বিজয়কে পূর্ব পরিকল্পিতভাবে আটক করে ধারালো অস্ত্র দিয়ে তিন শতাধিকবার কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। বিজয়ের দেহে অসংখ্য কাটা ও রক্তাক্ত জখমের চিত্রে এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়।
ঘটনার সময় আসামিরা বিজয়ের সঙ্গে থাকা অন্যদেরও হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে এবং পরবর্তীতে তার লাশ উদ্ধারে বাধা দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকে প্রধান আসামী মাহবুব রহমান রুবেল পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য র্যাবের গোয়েন্দা দল অভিযান চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।