

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা বিলে রোপা আমন ধানের ক্ষতিকর পোকামাকড় সনাক্তে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপ-সহকারী কৃষি অফিসার মাহাফুজুর রহমানের উদ্যোগে হোগলা বিলের কৃষকদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। আলোর ফাঁদের মাধ্যমে মাঠ পর্যায়ে আমন ধানের ক্ষতিকর পোকামাকড় চিহ্নিত করে কৃষকদের সঠিক পরামর্শ প্রদানের ব্যবস্থা নেওয়া হয়।
এসময় কৃষক মাহাবুব রহমান, আঃ সামাদ মোল্লা, মাসুম বিল্লাহ, আলতাফ হোসেন, আবু সাঈদ গাজী, প্রদীপ বালা, মতাসিন বিল্লাহ, রওশান খান, আলমগীর হোসেন, নমিজ মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।
উপ-সহকারী কৃষি অফিসার মাহাফুজুর রহমান বলেন, “আলোর ফাঁদ স্থাপনের মাধ্যমে ক্ষতিকর পোকামাকড় দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। এতে করে সঠিক সময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় এবং কীটনাশকের অযথা ব্যবহারও কমানো সম্ভব। কৃষকরা যদি নিয়মিত এভাবে ফাঁদ ব্যবহার করেন তবে ফসলের ক্ষতি অনেকাংশে রোধ করা যাবে।