

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত খালুকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মাধবপুর উপজেলার মোড়াপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত ব্যক্তি জাবেদ মিয়া (৫৫) ভিকটিমের খালু। আত্মীয়তার সূত্রে তিনি নিয়মিত ওই পরিবারের বাড়িতে যাতায়াত করতেন।
গত ১৯ অক্টোবর রাতে জাবেদ মিয়া ভিকটিমের বাড়িতে এসে রাতযাপন করেন। একপর্যায়ে তিনি জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ভিকটিম ও তার বড় বোনকে খাওয়ান। কিছুক্ষণ পর দুই বোনই অচেতন হয়ে পড়েন।
পরদিন সকালে পাশের বাসার লোকজন ডাকার পর বড় বোন জ্ঞান ফিরে ছোট বোনকে অচেতন অবস্থায় দেখতে পান। জ্ঞান ফেরার পর ভিকটিম জানায়, অচেতন অবস্থায় থাকা অবস্থায় তার খালু জাবেদ মিয়া তাকে ধর্ষণ করে পালিয়ে যান।
ঘটনার পর র্যাব দ্রুত অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জাবেদ মিয়াকে গ্রেপ্তার করে। তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে। স্থানীয়রা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।