

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বে-সরকারী শিক্ষকবৃন্দ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবি এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে বিরামপুরস্থ ঢাকা মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম মাষ্টার, কাটলা কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন, বিরামপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, ভবানীপুর দাখিল মাদ্রাসার সুপার গোলজার হোসেন, আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক মোকছেদ আলী, আমানুল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ প্রমূখ।প্রতিবাদ সভায় বক্তরা অবিলম্বে বে-সরকারী শিক্ষকবৃন্দের ন্যায্য দাবি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করেন।