

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালী, ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন এবং আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৩ সেপ্টম্বর) বিরামপুর উপজেলা পরিষদের ময়ূরাক্ষী চত্বরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, ফায়ার সার্ভিস স্টেশনের টিম ইনচার্জ হিশিকান্ত রায়, কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।