

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের ঢাকামোড়ে ট্রাকের চাপায় আতাউর রহমান (৫০) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ৯টার বিরামপুর পৌর শহরের ঢাকামোড়ে ট্রাকের চাপায় এঘটনা ঘটে।
ট্রাক চাপায় নিহত অটো চালক আতাউর রহমান (৫০) দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার চক শাহাবাজপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর জেলার ফুলবাড়ির উদ্দেশ্যে যাত্রী তোলার জন্য অটোরিক্সা চালক আতাউর বিরামপুরস্থ ঢাকামোড়ে মহাসড়কের উপর অপেক্ষা করছিলেন। রাত ৯টার দিকে পিছন থেকে একটি ট্রাক অটোকে ধাক্কা দিলে আতাউর রাস্তায় পড়ে যান। এসময় ঐ ট্রাক আতাউরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, এঘটনায় থানায় সড়ক আইনে একটি মামলা হয়েছে এবং স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।