

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ ১২টি ডাকাতি ও অস্ত্র মামলার আসামি কুখ্যাত ডাকাত কামাল (৫২) কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত কুখ্যাত ডাকাত কামাল হোসেন (৫২) বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়োগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামের মৃত: অছির উদ্দিনের ছেলে।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার পুলিশের একটি চৌকুস টহল ফোর্স অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা মূলে ১২টি ডাকাতি ও অস্ত্র মামলার আসামি কুখ্যাত ডাকাত কামাল (৫২) কে গ্রেপ্তার করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, কামাল হোসেনের নামে বিভিন্ন জেলায় ১২টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাঁকে রবিবার (২৭ জুলাই) সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।