

ডেস্ক রিপোর্ট: ওয়ানডে ক্রিকেটের ইতিহাস কম নয়, দীর্ঘ ৫৪ বছরের। দীর্ঘ অর্ধ শতাব্দীরও বেশি সময়ে যে ঘটনা কখনো ঘটেনি তা আজ দেখল বিশ্ব ক্রিকেট। প্রথমবারের মতো ওয়ানডের ৫০ ওভারই করেছে স্পিনাররা।এই রেকর্ডটা গড়েছে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা।মিরপুরে আজ ৫ স্পিনারকে দিয়ে বিরল এই রেকর্ড গড়েছে ক্যারিবিয়ানরা। আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার স্পিনারদের। সেটি ৪৪ ওভারের। একবার নয়, তিনবার এই কীর্তি গড়ে লঙ্কানরা।
প্রথমবার ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদে। আর ১৯৯৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কলম্বোর বিপরীতে ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাম্বুলায়।
এই রেকর্ড গড়তে উৎসাহ দিয়েছে মিরপুরের উইকেট। স্পিনবান্ধব পিচ হওয়ায় বিশেষজ্ঞ পেসার ছাড়াই একাদশ সাজায় ওয়েস্ট ইন্ডিজ।
মিরপুরে এর আগে সর্বোচ্চ ৪০ ওভার করেছিল বাংলাদেশ। ২০১২ সালে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। এ ছাড়া চট্টগ্রামেও ২০০৯ সালে ৪০ ওভার করেছিল বাংলাদেশ। বিরল ঘটনার পঞ্চ স্পিনার হচ্ছেন- আকিল হোসেন, রোস্টন চেস, খারি পিয়েরে, গুদাকেশ মোতি ও অ্যালিক অ্যাথানাজে। এরপর মধ্যে অফস্পিনার অ্যাথানাজে পার্ট টাইম হাত ঘুরান।
আগের ১৪ ম্যাচে মোটে ৪ ওভার করা এই স্পিনারই আজ ক্যারিবিয়ানদের হয়ে মিতব্যয়ী বোলিং করেছেন। ১০ ওভারে ৩ মেডেন দিয়ে ১৪ রানে ২ উইকেট নিয়েছেন। নাজমুল হোসেন শান্তকে আউট করে ক্যারিয়ারে প্রথম উইকেট পেয়েছেন। বাকি শিকারটি মাহিদুল ইসলাম অঙ্কন। তবে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ৬৫ রান খরচ করা বাঁহতি স্পিনার মোতি।