

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশ কর্তৃক ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মহিলা মাদক কারবারী ও চুরি হয়ে যাওয়া অটোরিকশাসহ চোরকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিজয়নগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকা হইতে ১ জন মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করে।
এ সময় তার হেফাজত থেকে ৮৫০ (আটশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
গ্রেফতারকৃত আসামী জেলার বিজয়নগরের মাহমুদা বেগম (৩৫), স্বামী- আজিদ মিয়া, গ্রাম- চাঁনপুর। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাদী দুলাল মিয়ার বসত বাড়ীর সামনে রাস্তার উপর হতে আসামী মো. সাদ্দাম হোসেন (২২), পিতা- নাজিম উদ্দিন, গ্রাম- দুলালপুর, বাদীর অটোরিক্সা (মিশুক) চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীর দেখানো মতে চোরাইকৃত অটোরিক্সা আখাউড়া থানা এলাকা হতে উদ্ধার করা হয়।”