1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বিএনপি গণতন্ত্রের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে: ওলামা দলের সভায় জেরী | সকালের খবর ২৪
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত মাদারীপুর-০২ আসনে বিএনপির জানান্দার আলী জাহানকে মনোনয়নের দাবিতে নেতাকর্মীদের মিছিল রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা যোগীপাড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রস্তুতি সভা ভাড়ায় চালিত মোটসাইকেল চালকদের নিয়ে পুলিশের সচেতনতা অনুষ্ঠান, প্লাস্টিকের হেলমেট ভাংলেন নিজেরাই আ. লীগ ও সহযোগী সংগঠনের গ্রেফতার ৪ পল্টনে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ নওগাঁয় শীতের আগমনী বার্তা-খেজুরের রসের মৌসুম শুরু যারা চট্টগ্রাম শহরকে অনিরাপদ করছে তাদের ছাড় দেওয়া হবে না : চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশ হেডকোয়ার্টার্সের

বিএনপি গণতন্ত্রের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে: ওলামা দলের সভায় জেরী

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পঠিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নবগঠিত ওলামা দলের আহবায়ক কমিটির সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে সাড়ে ৩ টায় কক্সবাজারের অভিজাত হোটেল ইউনি রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার নবগঠিত আহবায়ক মাওলানা মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা মোহাম্মদ জাফর আলম এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম এর পরিচালনায় শুরুতে কোরআন তেলওয়াত করেন হাফেজ মোঃ ফোরকান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবান জেলার আহবায়ক, সাবেক সাংসদ সাচি প্রু জেরী। তিনি বলেন, ‘‘আজকের এই সভা আমাদের দলের শক্তি ও একতা প্রদর্শন করছে। আমরা একত্রিত হয়ে জাতীয়তাবাদী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে চাই।’ তিনি আরও বলেন,‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।’’বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপি সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আলম কোম্পানি, বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক মনু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন।এছাড়াও, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডাক্তার মিজানুর রহমান, আমিরুল কবির রাকিবসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে দলের মধ্যে নতুন উদ্দীপনা ও শক্তির সঞ্চার হতে চলেছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, ‘‘বিএনপি এই অঞ্চলের মানুষের অধিকার রক্ষায় কাজ করবে এবং সমাজের অসহায় মানুষের পাশে থাকবে।’’ নেতারা সভায় উপস্থিত নেতাকর্মীদের জাতীয়তাবাদী আদর্শে অবিচল থাকার আহ্বান জানান।

অতিথিরা সবাই একযোগে জাতীয়তাবাদী দলের সুদৃঢ় ভবিষ্যত গঠনের জন্য একে অপরকে সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD