

মোংলা প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের মোহসিনিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী। এ সময় তিনি বলেন, আমি তৃতীয় শ্রেণীর ভঙ্গুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নিত করেছি। পৌরসভার ইতিহাসে আমি মেয়র থাকাকালীন সর্বোচ্চ উন্নয়ন করেছি। আমি এখন যদি মনোনয়ন পাই এবং নির্বাচিত হতে পারি তাহলে এ এলাকার মানুষের প্রধান সমস্যা সুপেয় পানির ব্যবস্থা করবো। হাসপাতালকে আড়াই’শ শয্যায় উন্নিত করবো। তিনি আরো বলেন, আমি সাংসদ নির্বাচিত হলে প্রত্যেক ঘরে ঘরে কারিগরি শিক্ষার ব্যবস্থা করবো, যা বেকারত্ব ঘুচতে সহায়তা করবে। পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, বাবলু ভূইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সাধারণ সম্পাদিকা আয়েশা বেগম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার।