

মো. সফর মিয়া,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহামেদপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে তকদির হোসেন মোঃ জসীমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (০৫ অক্টোবর) বিকেলে আহামেদপুর বালুর মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বাহারুল আহমেদ রবিন্স। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী তকদির হোসেন মোঃ জসীম।
প্রধান অতিথির বক্তব্যে তকদির হোসেন মোঃ জসীম বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি হল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নই পারে দেশকে স্বৈরাচার, অন্যায় ও দুর্নীতির অন্ধকার থেকে মুক্ত করতে। আমাদের লক্ষ্য সরকারের পরিবর্তন নয়, বরং একটি জবাবদিহিমূলক, জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আমরা নবীনগর থেকে সারা দেশে তারেক রহমানের এ কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম আমির, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ বশির আহমেদ, উপজেলা বিএনপির সদস্য মাইনুদ্দিন গাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল উদয়, ছাত্রদল নেতা মোজাম্মেল হক রাজু, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিমন, ছাত্রদল নেতা ফয়েজ আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও রাজনীতিবিদ এম. নুরুল আলম সরকার। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান সুজন।
বক্তারা বলেন, “নবীনগরের রাজনীতিতে তকদির হোসেন মোঃ জসীম একজন অত্যন্ত জনপ্রিয় এবং সৎ ব্যক্তিত্ব। তিনি পরিচ্ছন্ন, নীতিবান এবং দুর্নীতিমুক্ত নেতা, যিনি বিএনপির দুর্দিনে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন দলের জন্য। এভাবেই তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রকৃত সৈনিক।”