

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা:-
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক অসহায় পরিবারকে নতুন ঘর প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
নতুন ঘর পেয়ে উপকৃত আয়েশা বেগম আবেগঘন কণ্ঠে বলেন, “স্বামী মারা যাওয়ার পর থেকে দুই সন্তানকে নিয়ে ভাঙাচোরা ঘরে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছিলাম। সন্তানরা কোনো রকমে রিকশা চালিয়ে সংসার চালাতো। এ অবস্থায় রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন আমাদের জন্য সুন্দর একটি ঘর নির্মাণ করে দিয়েছে। এই উপকার কোনোদিন ভোলার নয়। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা পল্লী চিকিৎসক মোয়াজ্জেম হোসেন সরকার, সভাপতি সৌদি প্রবাসী মো. আফসার উদ্দিন মুন্সি, সহ-সভাপতি মো. শামীম, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী নাসির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মাস্টার, বাহরাইন প্রবাসী মুসলিম ফকির, সাংগঠনিক সম্পাদক কাতার প্রবাসী হাফেজ আব্দুর রহমান এবং প্রচার সম্পাদক সৌদি প্রবাসী মো. ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য মো. কালাম, ইসমাইল, মোহাম্মদ নাসির, মোহাম্মদ মতিন মিয়া, দেলোয়ার মিয়া, রফিক মিয়া, মো. সুমন ও হেলাল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ খলিলুর রহমান মোল্লা, খবির উদ্দিন, হুমায়ুন সরকার, হানিফ মিয়া ও আব্দুল কাদির।
পল্লী চিকিৎসক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, “আমরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে কাজ করছি। শুধু একটি পরিবার নয়, ধীরে ধীরে আরও বহু পরিবারকে সহায়তা করতে চাই। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।”
স্থানীয়রা জানান, রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে গ্রামের অসহায় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।”