

নুর কুতুবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী বাগমারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তনয়া ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং খাদ্য বিতরণ করা হয়েছে। ২৬ অক্টোবর রবিবার বিকেল পাঁচ’টায় বাগমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ভবনাগঞ্জ দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডিএম জিয়াউর রহমান জিয়া।
তাঁতি দলের আহবায়ক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা প্রমুখ।
অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বাগমারা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শম্ভুনাথ প্রামানিক, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিধান চন্দ্র প্রামানিক, ওলামা দল নেতা তৈয়বুর রহমান ফটা, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন সনি, তারেক জিয়ার প্রজন্ম দলের আউচপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।