

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়কে ১০ বছরের এক মুসলিম শিশুকে ধর্ষন করে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক বড়ুয়া যুবক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা (২৫) কে আটক করেছে জনতা। পরে তারা পুলিশে সোপর্দ করে।
স্খানীয়রা জানান,রোববার (১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা নামের এ যুবক হলদিয়া শিয়ার নিজ বাড়ির সামনে থেকে শিশু উম্মে সালমাকে অপহরণ করে। পরে তাকে ইদগড়-বাইশারী সড়কের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে পালিয়ে যায়।
পুলিশ জানায়, পরে খবর পেয়ে পুলিশ ধর্ষককে আটকে অভিযানে নামে। এক পর্যায়ে জনতার সহায়তায় পুলিশ ধর্ষককে রামু উপজেলাধীন রশীদনগর ইউনিয়নের ধলিরছড়া থেকে তাকে আটক করেন। আটক আসামী উত্তর বাইশারী এলাকার সুজন বড়ুয়ার ছেলে। সে পেশায় একজন ড্রাইভার।
পুলিশ আরো জানান, আসামীকে আটকের পর রাত ৮ টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সতেজ বড়ুয়া সঙ্গীয় ফোস ও নাইক্ষ্যংছড়ি থানার এসআই মোঃ পলাশ খান ও ফোর্সের সহায়তায় তাকে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক।ধর্ষিতা কিশোরীকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধী দেয়া হচ্ছে।