

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি, উপজেলা প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে আলেমদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বাইশারী ইয়নিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল বলেন, বর্তমানে দেশে নির্বাচন নিয়ে পূর্ণ প্রস্তুতি চলছে। এ নির্বাচনে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করতে আলেম সমাজের ভূমিকা রাখতে হবে। অন্যথায় দেশে আবারও স্বৈরশাসন চেপে বসবে।সভায় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি অধ্যাপক বদিউল আলম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ আবু নাসের, মজলিসুল মুফাসসিরীন সভাপতি মৌলানা মুজিবুল হক, উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের ইনচার্জ হাফেজ মাওলানা মোতাহেরুল হক,নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমীর.ইলিয়াস সওদাগর,বাইশারী ইউনিয়ন জামায়াতের আমির ছলিম উল্লাহ, বাইশারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান হাবিব, নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল হোসেন, বাইশারী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাসেম, উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা ছৈয়দ কাশেম, উপজেলা মিডিয়া সেলের সদস্য জিয়াউল হক আনসারী সহ বিভিন্ন পর্যায়ের আলেম ওলামা বৃন্দ।