1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসীন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর এর অভিষেকে : আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন | সকালের খবর ২৪
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার অনলাইন সাংবাদিক সোহেলকে ছেড়ে দিয়েছে ডিবি রাতে বেরিয়ে সকালে মিলল যুবকের ঝুলন্ত লাশ নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনাস্থার অভিযোগ সোনাইমুড়িতে প্রকাশ্যে মাদক সেবন: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার পল্লবীতে যুবদল নেতা কিবরিয়াকে হত্যায় মামলা, আসামি ১৩ জন সেনা কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণে বিতর্কে এসপি রেজাউল, শুরু হয়েছে তদন্ত দারুস সালামে পরিত্যক্ত অবস্থায় ৬ ককটেল উদ্ধার পল্লবীতে দূবৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার জানাজায় মানুষের ঢল

বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসীন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর এর অভিষেকে : আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম ব্যুরো:বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসীন এর কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব এর সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বলেছেন- স্খলনমুক্ত ও নৈতিকতাসমৃদ্ধ একটি আদর্শিক জাতি গঠনের আতুরঘর হচ্ছে মাদরাসা শিক্ষা। বর্তমানে মাদরাসা শিক্ষার অগ্রগতি ও সাফল্য ঈর্ষনীয়। তাই এ ধারাবাহিকতা রক্ষা করতে মাদরাসা শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা আবশ্যক। সর্বপ্রকার প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে পদদলিত করে মাদরাসা শিক্ষাকে অধিকতর হাইলাইট করতে হবে। এক্ষেত্রে জমিয়তুল মোদার্রেসীন মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে অহর্নিশ প্রয়াস অব্যাহত রেখেছে।তিনি আরও বলেছেন- মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদাররেসীন জাতীয় জীবনে একটি আদর্শিক জাতিসত্বা গঠনে নিয়ামক ভূমিকা পালন করছে। স্খলনমুক্ত ও নৈতিকতাসমৃদ্ধ একটি প্রজম্ম গঠনে মাদরাসা শিক্ষার আবশ্যয়কীয়তা উপেক্ষিত হবার নয় বলে মন্তব্য করে তিনি বাংলাদেশ জমিয়তুল মোদাররেসীন এর যুগান্তকারী কর্মযজ্ঞ অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসীন এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শিব্বির আহমদ মোমতাজী বলেছেন- জাতীয় জীবনে সৎ, যোগ্য, দক্ষ এবং সুশিক্ষিত একটি জাতি গঠন এর আবশ্যকীয়তা থাকলেও তা এখনো গুমরে মরছে। এক্ষেত্রে দেশব্যাপী মাদরাসা শিক্ষা এক ঐতিহাসিক ভূমিকা রেখে আসছে। কিন্তু দূঃখজনক হলেও সত্য যে, এখনো পর্যন্ত ক্ষেত্র বিশেষে মাদরাসা শিক্ষা গুরুত্বহীন। যা জাতীয় উন্নয়ন অগ্রগতির অন্তরায়।

বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসীন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর এর উদ্যোগে অদ্য ২৬ অক্টোবর রবিবার ,বিকেল ২টায় নগরীর মুরাদপুরস্থ এলজিইডি ভবন হলে অনুষ্ঠিত অভিষেকে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসীন চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যক্ষ আল্লামা আবদুল আলিম রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসীন এর কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব এর সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন। প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসীন এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শিব্বির আহমদ মোমতাজী। স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসীন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় যুগ্নমহাসচি অধ্যক্ষ মুহাম্মদ এজহারুল হক, যুগ্নমহাসচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোবাশশিরুল হক নঈমী, যুগ্নমহাসচিব নোমান আহমেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী, অধ্যক্ষ আল্লামা একরামুল হক, অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দীন, অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী, অধ্যক্ষ ছালেহ আহমদ আনছারী, অধ্যক্ষ আমির আহমদ আনোয়ারী, অধ্যক্ষ ত্বোয়াহা মোহাম্মদ মোদ্দাচ্ছির, অধ্যক্ষ রিদুয়ানুল হক হক্কানি, অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আলা উদ্দীন আল কাদেরী, অধ্যক্ষ ড. মুহাম্মদ খলিলুর রহমান, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ জানে আলম নিজামী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD