1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
‘বাংলাদেশ ক্লাব জেনেভা’র নতুন সভাপতি নুরুল ইসলাম-সম্পাদক মারুফ আনোয়ার | সকালের খবর ২৪
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

‘বাংলাদেশ ক্লাব জেনেভা’র নতুন সভাপতি নুরুল ইসলাম-সম্পাদক মারুফ আনোয়ার

  • প্রকাশিতঃ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ ক্লাব জেনেভা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামি তিন বছরের জন্য সংগঠনটির সভাপতি হিসেবে নূরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মারুফ আনোয়ার। এছাড়া কোষাধক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর আলম চৌধুরী।

রবিবার জেনেভার স্থানীয় একটি হলে আনন্দঘন পরিবেশে সংগঠনের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা–২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি হারুন রশিদে এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

সংগঠনের গঠনতন্ত্র ও সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বের সভাপতি হারুন রশিদ ও কমিটির প্রথম সদস্য আনোয়ারুল ইসলাম জজ নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটি নিয়ম মেনে তফসিল ঘোষণা করে এবং মনোনয়ন জমাদানের সময়সীমা শেষে তিনটি পদের জন্য একক প্রার্থী মনোনয়ন জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়।

এদিন নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক তাদের পূর্বসূরিদের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন এবং সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া নির্বাচিত তিনজনই জানিয়েছেন, তারা দ্রুত সময়ের মধ্যে সবার সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবেন।

সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ রক্ষা করা ‘বাংলাদেশ ক্লাব জেনেভা’র মূল লক্ষ্য।

৩০ বছর আগে জেনেভায় প্রবাসী কিছু তরুণের উদ্যোগে ‘প্রবাস’ নামে সংগঠনটি যাত্রা শুরু করে, যা পরে রূপ নেয় ‘বাংলাদেশ ক্লাব জেনেভা’তে। ২০১৯ সালে ক্লাবটি সুইজারল্যান্ড সরকারের নিবন্ধন পায় এবং বর্তমানে এটি দেশের একমাত্র নিবন্ধিত বাংলাদেশি প্রবাসী সংগঠন হিসেবে স্বীকৃত।

বাংলাদেশ ক্লাব জেনেভা একটি অরাজনৈতিক, অলাভজনক ও ধর্মনিরপেক্ষ সামাজিক সংগঠন, যেখানে প্রবাসী বাংলাদেশিরা একত্র হয়ে ঈদ, পূজা, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখসহ বিভিন্ন উৎসব আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করছে। পাশাপাশি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের সময়ও সংগঠনটি আর্থিক সহায়তা দিয়ে আসছে।

এদিন প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সভা শেষে জেনেভা প্রবাসী গৃহিণীদের হাতে তৈরি পায়েস পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD