

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, বরিশাল বিভাগ-এর বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১ নভেম্বর শনিবার বেলা ১১ টায় ডিসি লঞ্চ ঘাট, বরিশাল’র দি রিভার ভিউ চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ আলতাব হোসেন, সভাপতি,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবদুল্লাহ আল মোমিন, সাধারণ সম্পাদক,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।এছাড়াও এসময় সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি -২,আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) নাফিসুর রহমান ডন,সভাপতি, বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ জালাল আহম্মেদ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ গোলাম কিবরিয়া,ঝালকাঠী জেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার, পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বসিরুল ইসলাম। উক্ত মতবিনিময় সভায় সভাপতি করেন মুহাম্মদ আরিফুর রহমান, সভাপতি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, বরিশাল জেলা ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-১, কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এসময় সঞ্চালনায় ছিলেন সঞ্জীব কুমার দাস
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, সাধারণ সম্পাদক, বরিশাল জেলা ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগ। উক্ত মতবিনিময় সভায়
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা-কর্মী, বরিশাল বিভাগ-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।