

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হোসানুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামে এই ঘটনা ঘটে।
শিশু হোসানুর রহমান বিলের পাড় গ্রামের শামীম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিশু হোসানুর খেলতে গেলে হঠাৎ বাড়ির সামনে একটি পুকুরে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে।
পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনের পুকুরে শিশু হোসানুর এর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
শিশু হোসানুর রহমানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।