

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত অক্টোবর-২০২৫ মাসে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ২৭,৪৪,০৬০/- টাকা মূল্যমানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত ০১ অক্টোবর ২০২৫ হতে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ২৭,৪৪,০৬০/- টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়। উক্ত চোরাচালান প্রতিরোধ অভিযানে ২০৮ বোতল বিদেশী মদ, ২২,৭৫৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১,৩৯৮ পিস নেশাজাতীয় ইনজেকশন, ১৯ বোতল ফেন্সিডিল, ৬২ বোতল ইস্কফ সিরাপ, ৩০ প্যাকেট কীটনাশক, ০৬ জোড়া বিভিন্ন প্রকার কসমেটিক্স আইটেম এবং ২১৭৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়। এছাড়াও গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হানিফ সরকার (৩৬), পিতাঃ বেলাল সরকার, গ্রাম-রুদ্রানী, পোষ্ট-জামগ্রাম, থানা-ফুলবাড়ী ও জেলা-দিনাজপুরকে আটক করতে সক্ষম হয়।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন।