

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ি প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি ,দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে ৮ অক্টোবর( বুধবার) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা মাধ্যমিক অফিসার নুর আলম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার লুৎফর রহমান, ফুলবাড়ী উপজেলা জামাতের আমির মাওলানা হাবিবুর রহমান, আরো উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।