

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ১৩-ই অক্টোবর সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর, সভাপতিত্বে শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী বের করে উপজেলা চত্বরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপনে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ জাফর আরিফ চৌধুরী,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা রিতা মন্ডল,প্রথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আতিকুর রহমান,উপজেলা সমবায় অফিসার মাজহারুল ইসলাম,শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম মাষ্টার,বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান,কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া,দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও ফুলবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মীগণ উপস্থিত ছিলেন।