

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব
ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
ফরিদপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের উদ্যোগে আজ সোমবার বিকার ৪টায় মহানগর যুবদল ও জেলা যুবদলের দুইটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের আলিপুর গোরস্থানের সামনে অবস্থিত নওয়াব আলী টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা
মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ,
সহ সভাপতি কে এম জাফর, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম তালুকদার , মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বি এম নাহিদুল ইসলাম সহ প্রমূখ।
সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
সভায় বক্তারা জাতীয়তাবাদী যুবদলের সুদীর্ঘ ইতিহাস তুলে ধরে আলোচনা করেন।তারা বলেন
ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদল, মহানগর যুবদল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে বিজয় অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কোন অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না।
এ দল শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রস্তুত।
বক্তারা বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি । ষড়যন্ত্রকারীরা
এখনো বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । তারা দেশের বিরুদ্ধে যেন কোন ষড়যন্ত্র করতে না পারে সে লক্ষ্যে
সবাইকে সচেতন থাকতে হবে।
বক্তারা বলেন
দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করতে হবে।
আর তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের বিজয়ের জন্য মাঠে নামতে হবে। আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর থেকে দল যাকেই মনোনয়ন দেখনা কেন তাকে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এর পূর্বে বিভিন্ন স্থান থেকে ব্যানার ফেস্টুন বাদ্যযন্ত্র সহ একাধিক মিছিল উক্ত কর্মসূচিতে অংশ নেয়।