

মোঃমাহফুজুর রহমান বিপ্লব,
ফরিদপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার -টিটিসি ও এসডিএস- আশ্বাস প্রকল্পের যৌথ উদ্যোগে চাকুরি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে টিটিসি চত্বরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ফরিদপুর এবং আশ্বাস প্রকল্প – এসডিএস, আয়োজনে দিনব্যাপী ব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও জেলার বাইরে ঢাকা-ভিত্তিক ২০টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন এবং চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি নিয়োগের সুযোগ সৃষ্টি হয়।
এই মেলায় যে প্রতিষ্ঠান গুলোর অংশগ্রহন করে আলেয়া জুট অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, রঙের মেলা বুটিক হাউজ, এফ.ডি.এ, আকিজ গ্রুপ, প্রাণ-আরএফএল, ম্যাটাডোর গ্রুপ, করিম গ্রুপ, সুকন্যা সমাজ উন্নয়ন সংস্থা, এস.আর. গার্মেন্টস, বিডিজবস এবং সম্ভব জবসসহ আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান।
মেলায় এসডিএস আশ্বাস প্রকল্পের প্রায় ১০০ জন সারভাইভারসহ মোট প্রায় ২০০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪০ জন সারভাইভার এবং আরও প্রায় ১৫০ জন বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ পান, বলে আয়োজক সূত্রে জানা গেছে।
ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),সুস্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।
এ সময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, আল ফয়সাল, মাকসুদুর রহমান, সিনিয়র ম্যানেজার (MERL), উইনরক ইন্টারন্যাশনাল; গোলাম রাব্বানী, সিনিয়র ম্যানেজার, রিজিওনাল অফিস; এবং এস.এম. জাকির হোসেন, প্রজেক্ট ম্যানেজার, এসডিএস আশ্বাস প্রকল্প ও নাজমুল হক জামিল, কেস কো-অর্ডিনেটর, আশ্বাস প্রকল্প এবং কো-অর্ডিনেটর ও জব প্লেসমেন্ট অফিসার টিটিসি।
বক্তারা বলেন, এ ধরনের জব ফেয়ার কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে সারভাইভার ও স্থানীয় তরুণ-তরুণীরা চাকরির সুযোগ সম্পর্কে সরাসরি ধারণা লাভ করে এবং তাৎক্ষণিকভাবে নিয়োগের সুযোগ পায়