

মোঃমাহফুজুর রহমান বিপ্লব ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে লায়ন্স চক্ষু হাসপাতাল ও লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর শহরের আলিপুর এলাকায় অবস্থিত ফরিদপুর লায়ন্স চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়ব ইউসুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ। সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম শামসুল আলম (এমজেএফ)।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের কর্মকর্তাবৃন্দ, এ সময় ফরিদপুর জেলা জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । এবং বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আশা রোগীরা উপস্থিত ছিলেন।ক্যাম্পে আশা রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, ওষুধ সরবরাহ এবং নির্বাচিত রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। রোগীরা এই সেবাকে অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং সংগঠনটি ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।