

মোঃমাহফুজুর রহমান বিপ্লব।
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষের কান্ডারী এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইচ্ছার নেতৃত্বে সামনে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে ফরিদপুর জেলা পরিষদের সামনে হতে হাজার হাজার জনস্রোত উপস্থিতে একটি পথযাত্রা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। পরে এক সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মুদাররেস আলী ঈছা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে একত্রিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কাজ করতে হবে এবং দেশ ও জনগণের কল্যাণ দলকে বিজয়ী করতে হবে ।
আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্য একটি মহল রাষ্ট্রের ভিতর থেকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের কে তাদের বিরুদ্ধে সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করব।
আমাদের বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ড ধানের শীষের পক্ষে প্রচারণা করতে হবে। দলের জন্য কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানায়।
জনসভার আগে উপস্তিত সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় এবং বিএনপির প্রবর্তিত ধানের শীষের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়