

মোঃমাহফুজুর রহমান বিপ্লব। ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের জরুরী পদক্ষেপে পদ্মা নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর শুকুর আলী মৃধার ডাঙ্গী এলাকায় পদ্মা নদীর ভাঙ্গন রোধে প্রাথমিক পর্যায়ে ৮০ মিটারের জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়।
এলাকাবাসির উপস্থিতিতে এবং উৎসবমুখর পরিবেশে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ।
এ সময় ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল সবুর, মহানগর বিএনপি’র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন, নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুস্তাকুজ্জামান মুস্তাকসহ বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ: সম্প্রতি ঐ এলাকায় নদী ভাঙ্গনে বসতী বাড়িঘরসহ ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। বিষয়টি এলাকাবাসী ফরিদপুরের বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফকে অবগত করলে, গত শুক্রবার তিনি নেতৃবৃন্দদেরকে সঙ্গে নিয়ে নদী ভাঙ্গন কবলিত এলাকা স্পিড বোট যোগে পরিদর্শন করেন এবং ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলেন। তার ধারাবাহিকতায় ৩ দিনের মধ্যে পদ্মা নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয় ।