

মোঃমাহফুজুর রহমান বিপ্লব,
ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক এমপি আবদুল কাদের আজাদ ওরফে একে আজাদের গাড়ী বহরে হামলার মামলায় জামিন পেয়েছে বিএনপির ৩৬ নেতাকর্মী। মঙ্গলবার এ মামলার আসামীরা ফরিদপুরের ১নং আমলী আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাদের সকলকেই স্থায়ী জামিন প্রদান করেন।
গত ১৯ অক্টোবর আবদুল কাদের আজাদ ওরফে একে আজাদ সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে নির্বাচনী গনসংযোগে যান। এসময় সেখানে বিএনপির নেতাকর্মীরা ৩১ দফা দাবি সম্বলিত রিফলেট বিতরণ করছিল। একে আজাদ ঘটনাস্থলে গেলে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে স্থানীয়রা একে আজাদের গাড়ীবহর ঘিরে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা একে আজাদের গাড়ী বহর থামিয়ে তা ঘিরে ধরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এসময় পুলিশের সহায়তায় একে আজাদের গাড়ী বহর বাজার এলাকা ত্যাগ করার সময় বহরের পিছন দিকে একটি গাড়ীতে জনৈক ব্যক্তি আখ দিয়ে আঘাত করে। এ ঘটনাকে কেন্দ্র করে একে আজাদের প্রতিষ্ঠানের গাড়ীর ড্রাইভার জুয়েল শেখ কানাইপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের ৩৬ জনকে আসামী করে এবং অজ্ঞাত কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করে।