

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড.নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে দুদকে মামলা থাকায় তাকে গ্রেফতারের জন্য দুদক আমাদেরকে অধিযাচনপত্র দিয়েছিল। এরই প্রেক্ষিতে এদিন মোহাম্মদপুর এলাকা থেকে আমরা দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার করি।
গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।