

স্টাফ রিপোর্টার :পাবনার চাটমোহরে অনেক পুরাতন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাজগ্রামে শীতলাই প্রাথমিক বিদ্যালয়ের পাশে মৃত হবিবর মোল্লার পুকুর থেকে পুরনো একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে আনুমানিক দেড় হাজার বছরের পুরনো হবে স্থানীয় এক যুবক মিলন জানায়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামে আনুমানিক দেড় হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি পাওয়া গিয়েছে। বর্তমানে এটি চাটমোহর থানা হেফাজতে আছে।শীঘ্রই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।চাটমোহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত গবেষণায় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহায়তা ভূমিকা রাখবে