

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
পাঁচবিবিতে পিবিজিএসআই স্কীম এর আওতায় সুবিধা বঞ্চিত, বিশেষ চাহিদা সম্পূর্ণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার বড়মানিক বালিকা দাখিল মাদ্রাসার এসব সুবিধা বঞ্চিত বিশেষ চাহিদা সম্পন্ন ও মেধাবী ২০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওঃ আছির উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান। উপস্থিত ছিলেন বড়মানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক ও শিক্ষক আব্দুল হাই সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। শেষে প্রধান ও বিশেষ অতিথি বড়মানিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।