1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
‎পাঁচবিবিতে ‎সাপ্লাই শুরু হতে না হতেই পৌরসভার সাড়ে ৩'শ পানির মিটার চুরি | সকালের খবর ২৪
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু গ্রেফতার দুই বছরের সূর্যের অস্ত-পানিতে ডুবে নিভে গেল শিশুর প্রাণ বাঁশখালীতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্বরণ সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯০০-র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ আমতলীতে গভীর রাতে বাসে আগুন, পুড়ে ছাই আমতলীতে ক্লাইমেট স্ট্রাইক পালিত রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারি আটক ফুলবাড়ী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হকের পথ সভায় হাজারো নেতা কর্মীর ঢল নওগাঁ-৬ আসনের রাণীনগরে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

‎পাঁচবিবিতে ‎সাপ্লাই শুরু হতে না হতেই পৌরসভার সাড়ে ৩’শ পানির মিটার চুরি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

‎জয়পুরহাটের পাঁচবিবির পৌরসভায় স্থাপিত সাপ্লাই লাইনে পূর্ণভাবে পানি সরবরাহ শুরু না হতেই রিডিং মিটার চুরির হিড়িক পড়েছে ।

‎গত ১ মাসে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় সাড়ে ৩শ মিটার চুরি হয়েছে। প্রতিদিনই এসব মিটার চুরির ঘটনা ঘটলেও রহস্যজনক ভাবে চোরেরা থাকছে ধরা ছোঁয়ার বাহিরে। এ নিয়ে পৌরবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে!

‎জানা যায়, পৌর এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে বাংলাদেশের ৩০ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ২০১৯ সালে পাঁচবিবি পৌরসভায় এ প্রকল্প শুরু হয়। প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের ২০২৪ সালে এ প্রকল্পটিতে পৌর এলাকায় ২ হাজার ৬শ ১৭টি মিটারের মাধ্যমে সমসংখ্যক সুবিধাভোগী পরিবারের মাঝে পানি সরবরাহ লাইনের সংযোগ প্রদান করা হয়। রিডিং নেয়ার সুবিধার্থে অধিকাংশ পানির মিটার গুলি বাসা বাড়ির বাইরে স্থাপন করা হয়। বাড়ির বাইরে ও এগুলোর কারিগরি সিস্টেম সহজ হওয়ায় চোরেরা খুব সহজেই মিটার গুলো চুরি করছে। নিত্যদিন মিটার চুরির ঘটনা ঘটলেও চুরি রোধে কার্যত কোন ব্যবস্থা না নেওয়াই ক্রমেই তা বৃদ্ধি পাচ্ছে ।

‎পৌর কার্যালয় সূত্রে জানা যায়, বিগত ৩ সপ্তাহে পৌরসভার ১নং ওয়ার্ড থেকে ২৫টি, ২ং ওয়ার্ড থেকে ৩০টি, ৩ং ওয়ার্ড থেকে ৬৭, ৪নং ওয়ার্ড থেকে ৩৮টি, ৫নং ওয়ার্ড থেকে ৫০টি, ৬নং ওয়ার্ড থেকে ২৭টি, ৭নং ওয়ার্ড থেকে ৩০টি, ৮নং ওয়ার্ড থেকে ৩২টি, ও ৯নং ওয়ার্ড থেকে ৫১ টি সহ মোট ৩৫০ টি মিটার চুরি হয়েছে।

‎দমদমা গ্রামের মোজাফ্ফর হোসেন সাজা বলেন “আমার পানির মিটারটি ছিল বাসার গেটের বাইরে, গতরাতে দেখি মিটারটি চুরি হয়ে গেছে। বাসা বাড়ির বাহিরে মিটার থাকার কারণে চোরেরা সহজেই মিটার চুরি করছে। তবে মিটারগুলি বাসা বাড়ির বাহিরে স্থাপন করাটা প্রকল্প পরিকল্পনায় ভূল ছিলো বলে তিনি জানান।

‎পৌরসভার কর্মচারী জিল্লুর রহমান বলেন ” পানির মিটার চুরির ঘটনা আশংকাজনক ভাবে বেড়ে গেছে , আমরা আতংকে আছি। চুরি হওয়া মিটার বাসাগুলোতে এখন রিডিং করতে পাচ্ছি না।

‎পৌরসভার সাব এ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার মারুফ হোসেন বলেন ” পানির মিটার গুলো প্রতিটির দাম ৫/৬ হাজার টাকা হলেও এখানে বেচা কেনা হয়না, তবে ভাংগারী দোকানে বেচা কেনা হতে পারে, আমরা অনুসন্ধান চালাচ্ছি।এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন ” পানির মিটার চুরির বিষয়টি আমরা জেনেছি। চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং পাড়া মহল্লাতে ডিউটি চালু করতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্ভবত এসব নেশাখোরদের কাজ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD