

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ আনোয়ারা বেগম।
আজ রবিবার দুপুরে নিজ জমিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের দেবখন্ডা গ্রামের মৃত শামসুল উদ্দিনের পুত্র মোঃ সালাউদ্দিন দীর্ঘদিন ধরে তার বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি দখল করে রেখেছেন।
লিখত বক্তব্যে আনোয়ারা বেগম জানান, ৯০ সালের দিকে সালাউদ্দিন ভুয়া রেকর্ড সৃষ্টি করে দেবখন্ডা মৌজার ৬৪৬ দাগের রাস্তা সংলগ্ন ১২ শতক জমি জোরপূর্বক দখল করে নেন এবং তখন থেকেই তা ভোগদখল করে আসছেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের পৌর মেয়রের নিকট একাধিকবার অভিযোগ দিয়েও দখলদার চক্রের প্রভাবে কোনো ন্যায়বিচার পাননি।
পরবর্তীতে ২০১৯ সালে পাঁচবিবি সহকারী জজ আদালতে তিনি সম্পত্তি উদ্ধারের জন্য একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে আনোয়ারা বেগম আরও বলেন, গত ৫ই আগস্ট ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকাবাসীর সহায়তায় তারা নিজেদের সম্পত্তি পুনরুদ্ধার করেন। তিনি দাবি করেন, “আমরা আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, তবে আর আওয়ামী জুলুম-নির্যাতন মেনে নেওয়া হবে না।”
তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশের মানুষকে বিষয়টি অবহিত করার আহ্বান জানান এবং দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে বিবাদী সালাউদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের ক্রযকৃত সম্পত্তি।আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।