

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
মেয়র নয়, আপনাদের সেবক হয়ে সবসময় পাশে থাকতে চাই, সুখে দুঃখে আপনাদের খেদমত করতে চাই বললেন ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।
টাকার অভাবে শারদীয় দুর্গাপূজা করতে পারেননি পৌসভার ৬নং ওয়ার্ডের রাধাবাড়ী আদিবাসীপাড়া
মহলার বাসিন্দারা। তাই এবার মহল্লার শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে লক্ষী পূজা আয়োজনের মাধ্যমে উৎসব পালন করছেন তারা। মন্দিরের রয়েছে নানান সমস্যা। এখানে পানির জন্য নেই কোন টিউবওলের ব্যবস্থা। এ কথা শুনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল ৬ অক্টোবর সোমবার দিবাগত রাতে পাঁচবিবি পৌরসভার ৬ নং ওয়ার্ডের রাধাবাড়ী আদিবাসীপাড়া মন্দিরের লক্ষী পূজা পরিদর্শনে যান এবং পানির সমস্যার কথা শুনে ওই মন্দিরে তিনি ৩ দিনের মধ্যে একটি টিউবওয়েল বসিয়ে দেবেন বলে ঘোষণা দেন।এছাড়াও মন্দিরের উন্নয়নকল্পে পর্যায়ক্রমে আরো নির্মাণ কাজ করে দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি শ্রী রতন ওরাও এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,থানা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা মন্ডল দুলাল, কাউন্সিলর পদপ্রার্থী অভিলাষ চন্দ্র,আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন ও ৮ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহেলসহ আরো অনেকেই।