

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভার নাকুড়গাছি মহল্লায় অবস্থিত বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এন্ড কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২শে সেপ্টেম্বর সোমবার দুপুরে উক্ত স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী।
প্রভাষক রবিউল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও এই শিক্ষা প্রতিষ্ঠানেরই ছাত্র শহীদ বিশালের পিতা-মাতা।
পরে ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন অতিথিবৃন্দ। শেষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে চারাগাছ রোপন করেন প্রধান অতিথি।
উল্লেখ, গত বছর ৪ আগষ্ট জয়পুরহাট শহরের পাঁচুরমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে মোঃ নজিবুল সরকার বিশাল শহীদ হন। শহীদ বিশাল উপজেলার রতনপুর গ্রামের আব্দুল মজিদুল সরকারের জ্যেষ্ঠ পুত্র। সে এই কলেজে একাদ্বশ শ্রেণীতে অধ্যায়নরত ছিল। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শহীদ বিশালের স্মৃতিকে ধরে রাখতে নতুন একাডেমিক ভবনের নামকরণ করেছেন শহীদ বিশাল একাডেমিক ভবন বলে জানান তিনি।