

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে খাদ্য বান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
খাদ্য নিয়ন্ত্রক অহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গোপালপুর গ্রামের আবু মোত্তালেব চৌধুরীর পুত্র ভুক্তভোগী নাহমাদুল হাসান চৌধুরী।
আজ সোমবার বিকেলে পাঁচমাথা পৌর পার্ক প্রাঙ্গনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
লিখিত বক্তব্যে নাহমাদুল হাসান চৌধুরী বলেন, কিছুদিন আগে পাঁচবিবি সরকারি খাদ্য গুদামে খাদ্য বান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।যথারীতি নিয়ম মেনেই আমি ৫ শত টাকা ফি জমা দিয়ে ডিলার নিয়োগের আবেদন করেছিলাম কিন্তু কি কারনে আমার ডিলার শিপের আবেদনটা বাতিল করা হলো তা আমাকে জানানো হয়নি। অথচ খাদ্য নিয়ন্ত্রক অহিদুল ইসলাম ঠিকই তার পছন্দমত ব্যক্তিদেরকে ডিলার নিয়োগ দেয়ার পাঁয়তারা করছে। ভেবেছিলাম ৫ আগস্টের পর আর কোনো বৈষম্য হবেনা কিন্তু এখনো দেখছি বৈষম্য রয়ে গেছে। আমার দৃষ্টিতে যেগুলো অনিয়ম ধরা পড়েছে সেগুলো হলো, প্রতি আবেদনে ৫ শত টাকা করে ফি নেয়া হলেও তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। দ্বিতীয়তঃ ২০৭ নং জারিকৃত পরিপত্রটি কোথায়? তৃতীয়ত সকল তথ্য গোপন রেখে আংশিক তথ্যের ভিত্তিতে বিজ্ঞপ্তিটি দেওয়া হয় এবং সকল ফুডগ্রেট লাইসেন্স বন্ধ রেখে মনগড়া নিয়মে ডিলার নিয়োগ দেয়ার পাঁয়তারা করছে এই খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
আজ আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সকল দুর্নীতি ও অনিয়মের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,জামায়াত নেতা মোঃ রায়হান আলী, শহিদুল ইসলাম ও আজাদ মন্ডলসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
এদিকে অভিযোগের বিষয়ে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অহিদুল ইসলাম বলেন, সরকারি বিধি মোতাবেক সকল নিয়ম মেনেই ডিলার নিয়োগ প্রক্রিয়া চলছে। যা এখনো করা হয়নি। সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।